ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা যা বলল প্রেস উইং

২০২৫ জুলাই ১৫ ১৬:৪৭:২৬
ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা যা বলল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা সংক্রান্ত একটি রিট আবেদনে হাইকোর্ট রুল জারির পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কখনোই নিজ উদ্যোগে এই ধরনের কোনো স্বীকৃতি চাননি, এবং সরকারের পক্ষেও তাকে “জাতীয় সংস্কারক” উপাধি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, হাইকোর্টের রুলের অনুলিপি হাতে পাওয়ার পর সরকার আইনানুগভাবে যথাসময়ে জবাব দেবে।

সরকার মনে করে, রিট আবেদনটি রিটকারী নিজ উদ্যোগে করেছেন। এতে কোন যুক্তির ভিত্তিতে এমন নির্দেশনা চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও নিশ্চিত করেছে সরকার।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে