ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

প্রিসাইডিং কর্মকর্তা নিয়ে নির্বাচনে বড়সড় পরিবর্তন আনছে ইসি

২০২৫ জুলাই ১৪ ১১:২৩:২১
প্রিসাইডিং কর্মকর্তা নিয়ে নির্বাচনে বড়সড় পরিবর্তন আনছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি জানান, বিগত নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের তালিকা তৈরি হচ্ছে, এবং তাদের আগামী নির্বাচনে আর দায়িত্বে রাখা হবে না।

“ভোট কারচুপির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের যথাসম্ভব বাদ দেওয়ার পরিকল্পনা করেছি,” — বলেন সিইসি নাসির উদ্দিন।

সিইসি জানান, এইবার প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। কারণ, তারা সরাসরি সরকারি চাকুরিজীবী নন এবং অতীতে ভোট কারচুপিতে তাদের জড়িত থাকার নজিরও নেই।

“ব্যাংক কর্মকর্তাদের আমরা অগ্রাধিকার দিতে চাই। তারা তুলনামূলকভাবে নিরপেক্ষ ও প্রশিক্ষণযোগ্য,”— বলেন তিনি।

বাংলাদেশের প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন একজন প্রিসাইডিং কর্মকর্তা, যিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তার সহকারী হিসেবে থাকেন সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা।

পূর্বে এই দায়িত্বে সাধারণত সরকারি বা এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা নিযুক্ত হতেন। কিন্তু সাম্প্রতিক নির্বাচনগুলোতে একাধিক কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ ওঠে, যা নিয়ে প্রশ্ন উঠে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে।

সিইসি আরও জানান, জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ভোট-কারচুপির সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও চিন্তাভাবনা চলছে।

বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচনী পরিবেশে কিছুটা আস্থা ফিরতে পারে। তবে শুধু ব্যক্তি বদল নয়, প্রশিক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না— এমন মতও রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে