ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

সাতক্ষীরায় গর্জে উঠলেন নাহিদ ইসলাম

২০২৫ জুলাই ১২ ১৬:২১:৩২
সাতক্ষীরায় গর্জে উঠলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এক জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।"

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এনসিপির প্রধান পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "৫ আগস্ট আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। আহ্বান জানিয়েছিলাম জাতীয় সরকার গঠনের জন্য, দেশ পুনর্গঠনের জন্য। কিন্তু তারা সে প্রস্তাব ফিরিয়ে দেয়। তারা শুধু নির্বাচনের তারিখ চেয়ে বসেছিল—তিন মাস, ছয় মাসের মধ্যেই নির্বাচন চাই। অথচ দেশের সংস্কার, কাঠামোগত পরিবর্তন কিংবা দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা চাই না দেশের ভিতরে আর কোনো শত্রু তৈরি হোক। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। এখনো আমাদের দরজা খোলা আছে। তবে নির্বাচনের ভাগ-বাটোয়ারা নয়, চাই সাহসী উদ্যোগ—দেশ গড়ার লক্ষ্যে। এবার সেই দরজা বন্ধ হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।"

নাহিদ ইসলাম বলেন, "আপনাদের (সাতক্ষীরাবাসী) প্রতি আমরা কৃতজ্ঞ। উপকূলের মানুষ হয়ে ঘূর্ণিঝড় ও দুর্যোগে আপনারা যেভাবে দেশ পাহারা দিয়েছেন, তা অনন্য। অথচ আজও সাতক্ষীরায় রেললাইন পৌঁছায়নি। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন চরম অবহেলা সত্যিই লজ্জাজনক।"

তিনি আরও জানান, সাতক্ষীরার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার অবসান ঘটাতে এবং জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা ও সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয় ভূমিকা রাখবে। তিনি বলেন, "সাতক্ষীরার মাটি ও মানুষের অধিকার রক্ষা হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।"

সাতক্ষীরায় এনসিপির সফরের অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারা জুলাই-২৪ এর গণআন্দোলনে আহত ও নিহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভা শেষে নিউমার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রা শেষে শহরের আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে