ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা

২০২৫ জুলাই ১২ ১৩:৩৭:৪৫
তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা করার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই হত্যাকাণ্ডকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেছেন।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন,“সবাই খারাপ কিন্তু উনি ভালো—বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।”

তিনি আরও বলেন, “মিটফোর্ড হাসপাতালে একজন ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর দিয়ে হত্যা এবং তার লাশ ঘিরে উল্লাস—এমন দৃশ্য ‘আইয়ামে জাহেলিয়ার’ বর্বরতার কথা মনে করিয়ে দেয়।”

ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত সোহাগ স্থানীয় একটি দোকানের মালিক ছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ছিল যুবদল-ছাত্রদলের স্থানীয় একটি চক্র।

এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বিশিষ্ট বিশ্লেষক ড. আসিফ নজরুলও। তিনি লিখেছেন,“মিটফোর্ডে প্রকাশ্যে একজন মানুষকে উলঙ্গ করে হত্যা এবং তা নিয়ে উল্লাস চলতে থাকলে সভ্যতার কথা বলার কোনো অর্থ থাকে না। এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া উচিত।”

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন,“আমরা মানুষ হবো কবে? মানুষের রূপ ধারণ করে কীভাবে এতো নির্মম হওয়া সম্ভব?”

সারজিস আলম তার স্ট্যাটাসে বলেন, “এই জন্য তো বাংলাদেশের মানুষ ‘জুলাই বিপ্লব’ করে নাই। এখনকার প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ভুলে যাবে না। কোনো খুনিকে নয়, কোনো বর্বরতাকেই না।”

উল্লেখ্য, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে