ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

হাসিনার মামলায় মুখ খুললেন সাবেক আইজিপি

২০২৫ জুলাই ১০ ১৯:১৬:৫৯
হাসিনার মামলায় মুখ খুললেন সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এই আবেদন মঞ্জুর করে তাকে রাজসাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

এই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান মামুনের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন দমনে হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনসহ নানা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

আদালতে চৌধুরী মামুন বলেন,"আমি আদালতকে সহায়তা করতে চাই। আন্দোলন চলাকালে যা কিছু ঘটেছে, তার সত্যবিবরণ আমি জানাতে প্রস্তুত। আমি যা জানি, সব নিরপেক্ষভাবে প্রকাশ করব।"

আইনের ভাষায়, কোনো অভিযুক্ত ব্যক্তি যদি আদালতের অনুমতিক্রমে নিজের দায় স্বীকার করে মামলার মূল তথ্য উদঘাটনে রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন, তবে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। এই পরিস্থিতিতে তিনি সাধারণত বিচারাধীন আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন,"তিনি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যদি সত্য উন্মোচিত হয়, তবে আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারেন, কিংবা অন্য যেকোনো রায় দিতে পারেন।"

তবে তিনি স্পষ্ট করে দেন, "সর্বশেষ সিদ্ধান্ত একান্তভাবেই আদালতের বিবেচনার বিষয়।"

রাজসাক্ষী ঘোষণার পর মামুনের পক্ষ থেকে আদালতে নিরাপত্তার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এই মামলায় সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এই মামলায় মামুন এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে নিম্ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। রাজসাক্ষী হওয়ার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম।

এখন দেখার বিষয়, সাবেক এই পুলিশপ্রধান আদতে কী তথ্য প্রকাশ করেন এবং তার পরিণাম কী হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে