ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

ঐশী খানের সম্পদে তদন্তে নেমেছে দুদক

২০২৫ জুলাই ১০ ১৮:৫৮:২৯
ঐশী খানের সম্পদে তদন্তে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোটিশ জারি করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকায় শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় দুদকের পক্ষ থেকে নোটিশ টাঙিয়ে দেয়া হয়।

এই সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তি ও দুদকের মোট ৫ সদস্য সাক্ষ্যগ্রহণ করেন। নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না জমা দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ের বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ প্রধান কার্যালয়ে এসেছে। বিষয়টি তদন্তের জন্য ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণী জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি উপস্থিত হননি।

এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ মাদারীপুরে এসে নোটিশ সরাসরি শাজাহান খানের বাসার দরজায় টাঙিয়ে দেন।

দুদক আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সময়সীমা শেষে যদি সম্পদের তালিকা না দেওয়া হয়, তাহলে দুদক আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে