ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা আমিরাতের

২০২৫ জুলাই ০৯ ১৬:২৩:১৩
বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা আমিরাতের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া “বড় বিনিয়োগ ছাড়াই বাংলাদেশ ও ভারতের নাগরিকদের আজীবন গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত”—এমন খবরকে সম্পূর্ণ গুজব আখ্যা দিয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক ওয়েবসাইট এবং পরামর্শক প্রতিষ্ঠান ভুয়া দাবি করছে যে, “নির্দিষ্ট কিছু জাতীয়তাবিশিষ্ট নাগরিকদের জন্য আজীবন গোল্ডেন ভিসা” দেওয়া হচ্ছে।

তবে আমিরাত কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তারা এমন কোনো প্রকল্প চালু করেনি।

ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) জানায়, গোল্ডেন ভিসার জন্য নির্ধারিত শ্রেণি, শর্ত ও নীতিমালা রয়েছে, যা দেশটির আইন ও মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত।

এসব তথ্য কেবলমাত্র আইসিপি’র অফিসিয়াল ওয়েবসাইট ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যাবে।

কোনো আন্তর্জাতিক বা স্থানীয় কনসালটেন্সি প্রতিষ্ঠানকে অনুমোদিত আবেদন প্রক্রিয়াকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

ICP নাগরিকদের সতর্ক করে বলেছে, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি গোল্ডেন ভিসা পাওয়ার জন্য অর্থ দাবি করে বা ভুয়া কাগজপত্র চায়, তাহলে সেসব থেকে দূরে থাকুন। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ।”

সংস্থাটি আরও জানায়, এই ধরনের গুজব ও প্রতারণামূলক তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ভারতের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের জন্য আমিরাত নতুন একটি পাইলট প্রকল্প চালু করেছে—যার মাধ্যমে বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসা পাওয়া যাবে। তবে আমিরাত সরকার তা সম্পূর্ণ অস্বীকার করেছে।

সঠিক তথ্যের জন্য করণীয়

আবেদনকারীরা যেন শুধুমাত্র সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ও আইসিপি ওয়েবসাইট ব্যবহার করেন।

কোনো তৃতীয় পক্ষকে অর্থ বা কাগজপত্র দেওয়া থেকে বিরত থাকুন।

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ প্রশংসনীয়। বাংলাদেশের ভিসাপ্রত্যাশীদের সতর্ক থাকা জরুরি, যেন কেউ প্রতারণার শিকার না হন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে