ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে গেলেই হতে পারে বিপদ

২০২৫ জুলাই ০৭ ১১:২৫:১৩
যুক্তরাষ্ট্রে গেলেই হতে পারে বিপদ

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পরও আবেদনকারীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যায় না। ভিসা ইস্যুর পর কেউ যদি ভিসার শর্ত লঙ্ঘন করেন কিংবা আইন ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল হতে পারে—এমনটাই জানানো হয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে।

সোমবার (৭ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়,“যুক্তরাষ্ট্রে প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এ প্রক্রিয়ায় তাদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়।”

দূতাবাস আরও জানায়,“ভিসার অপব্যবহার রোধে এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।”

ভিসা পাওয়া মানেই চূড়ান্ত ছাড় নয়। শর্ত লঙ্ঘন করলে ইস্যুর পরও ভিসা বাতিল হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে