ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

নতুন করে আবরার ফাহাদকে ঘিরে মন্তব্য নাহিদের!

২০২৫ জুলাই ০৮ ১৭:২০:৪৬
নতুন করে আবরার ফাহাদকে ঘিরে মন্তব্য নাহিদের!

নিজস্ব প্রতিবেদক : বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থে কথা বলেছিলেন বলেই ভারতের মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সারারাত নির্মম নির্যাতন করে তাকে হত্যা করে।”

তিনি আরও বলেন, “আবরার যে পথ দেখিয়ে গেছেন—ভারতের আধিপত্য ও আগ্রাসনবিরোধী যে চেতনা—ঠিক সেই পথেই জাতীয় নাগরিক পার্টির রাজনীতি চলছে। সেই পথ ধরেই আমরা ‘জুলাই অভ্যুত্থান’ সংগঠিত করেছি।”

বুধবার (৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতের পর তাঁর পরিবারের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, “আমরা বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম, যা আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে নতুন মোড় নেয়। এই আন্দোলন ভারতের আধিপত্যবিরোধী লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছিল। ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’—এই স্লোগানও এসেছে সেই সময়কার প্রতিবাদ মিছিল থেকেই।”

তিনি আরও বলেন, “আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদ—গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেই সব শহীদ ও নির্যাতিতদের আদর্শে পথ চলছি। ‘জুলাই পদযাত্রা’ সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আন্দোলন।”

আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ এ সময় বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আমার ছেলে ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের রায় কার্যকর হওয়া জরুরি।”

এছাড়া তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হিসেবে কয়া খেয়াঘাট থেকে ঘোড়ারঘাট পর্যন্ত পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান এবং তা বাস্তবায়নে এনসিপি নেতাদের সহায়তা কামনা করেন।

পরে এনসিপির নেতারা কুষ্টিয়ার আলাউদ্দিন নগর মোড় থেকে পদযাত্রা করেন এবং শহরের বড়বাজার থেকে পাঁচরাস্তা মোড়ে পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার এবং যুব সংগঠক দ্রুতী আরণ্য চৌধুরীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপি নেতারা আজ মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে