ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ভিসা ইস্যু হলেও মার্কিন ভিসার নেপথ্যে ঝুঁকি

২০২৫ জুলাই ০৭ ১৯:৫০:০১
ভিসা ইস্যু হলেও মার্কিন ভিসার নেপথ্যে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু হওয়া মানেই ভিসা যাচাই প্রক্রিয়া শেষ নয়। ভিসা পাওয়ার পরেও যদি কোনো আবেদনকারী আইন লঙ্ঘন করেন কিংবা ভিসার অপব্যবহার করেন, তবে তার ভিসা বাতিল করা হতে পারে।

ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (৭ জুলাই) একটি বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাই প্রক্রিয়া অতিক্রম করতে হয়। এর মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে ভিসা আবেদনকারীর তথ্য যাচাই।

তারা আরও জানিয়েছে,“মনে রাখবেন, ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। আপনি যদি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে।”

মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা মূলত ভিসার অপব্যবহার রোধে নেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে