ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশে বিশাল পরিকল্পনা ভুটানের

২০২৫ জুলাই ০৯ ১৬:১৩:০৩
বাংলাদেশে বিশাল পরিকল্পনা ভুটানের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ উপলক্ষে তিনি ঢাকার স্টেট গেস্ট হাউজ ‘যমুনা’-তে উপস্থিত হন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং-এর শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। পাশাপাশি তিনি দুইটি গুরুত্বপূর্ণ কারণে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন—

ভুটানি শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষায় সহায়তা

বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) স্থাপনে সহযোগিতা

রাষ্ট্রদূত দর্জি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভুটানের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে ভুটান আন্তরিকভাবে আগ্রহী।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, “দ্বিপাক্ষিক সহযোগিতার আরও বিস্তৃত সুযোগ রয়েছে। ভুটান বাংলাদেশের প্রদত্ত অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে বহুমুখী সহযোগিতা গড়ে তুলতে পারে।”

তিনি মানুষে-মানুষে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “উভয় দেশের তরুণ প্রজন্মের মধ্যে সফর ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ককে আরও দৃঢ় করবে।” পাশাপাশি তিনি সার্ক-এর চেতনা অক্ষুণ্ন রাখতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত দর্জির মেয়াদকালেই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে