ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

আসাদুজ্জামান নূরকে শ্যোন অ্যারেস্ট

২০২৫ জুলাই ০৮ ২০:০৩:৩১
আসাদুজ্জামান নূরকে শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর চারটি মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৩টায় নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে তাকে গ্রেপ্তারের এই আদেশ দেন বিচারক মো. মোশাররফ হোসেন।

নীলফামারীতে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে দুইটি হত্যা মামলা রয়েছে। জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা করা হয়েছে।

সূত্র জানায়, নীলফামারী সদর থানার পুলিশ এই চার মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আবেদন করলে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ভার্চুয়াল হাজিরার মাধ্যমে নূরকে কাশিমপুর কারাগার থেকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আদালতে হাজির হওয়ার আগে আসাদুজ্জামান নূর রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সিয়াম ও মামুন হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন।

গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে সিয়াম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ সেপ্টেম্বর মিরপুরের মামুন হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে চারটি পৃথক মামলা হয়েছে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। এসব মামলার প্রধান আসামি তিনি।

মামলার বাদীরা আদালতে মামলা করলে আদালত নীলফামারী সদর থানায় মামলা রেকর্ড করার নির্দেশ দেন।

নীলফামারী আদালতের পুলিশের পরিদর্শক জিন্নাত আলী বলেন, “নীলফামারী থানার চার মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান নূরকে ভার্চুয়ালি আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমি নিজে, পরিদর্শক আশরাফ হোসেন এবং চার মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলাম।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, “নীলফামারী সদর থানার হত্যাসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে