ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

লাইভ শোতেই তানজিন তিশার চমকপ্রদ ঘোষণা!

২০২৫ জুলাই ০৫ ১১:২২:০৭
লাইভ শোতেই তানজিন তিশার চমকপ্রদ ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক: “আই উইল বি আ মাদার”— পাঁচ বছর পর নিজেকে মা হিসেবে দেখতে চান অভিনেত্রী তানজিন তিশা। নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা-র নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম পর্বেই এমন ব্যক্তিগত ও স্পষ্ট জবাব দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

৪ জুলাই সম্প্রচারিত টক শোর প্রথম পর্বে উপস্থাপক জায়েদ খান তানজিন তিশাকে প্রশ্ন করেন:“পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?”

তিশার অকপট উত্তর:“আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।”

তিনি আরও বলেন,“অনেকেই হয়তো এমন সরাসরি বলেন না। কিন্তু আমি মনে করি, প্রফেশনাল আর পারসোনাল লাইফ— দুটোই সমান গুরুত্বপূর্ণ। এসব লুকিয়ে রাখার কিছু নেই।”

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাতে প্রচারিত হবে। এর মূল লক্ষ্য:

প্রবাস ও দেশের দুই প্রজন্মের দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি

তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা গল্প

প্রবাস জীবনের সাফল্য ও সংগ্রাম

সামাজিক বাস্তবতা এবং তরুণদের ভাবনার প্রতিফলন

তিশার বক্তব্য শুধু একটি ভবিষ্যৎ পরিকল্পনা নয়, বরং একজন তারকার পক্ষ থেকে সাহসী ও মানবিক বার্তা— যা ক্যারিয়ারের বাইরেও নারীদের স্বপ্ন ও সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে