ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

মানহানির মামলায় অভিনেত্রী গ্রেপ্তার

২০২৫ জুলাই ০২ ১১:০০:৫৪
মানহানির মামলায় অভিনেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মালয়ালম সিনেমার অভিনেত্রী মিনু মুনির (৪৫)। গত সোমবার ভারতের কোচির সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পরিচালককে লক্ষ্য করে অভিনেত্রী নিয়মিত অবমাননাকর মন্তব্য এবং ছবি পোস্ট করতেন, যা মানহানিকর ও অশ্লীল ছিল।

এর আগে কেরালা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেও সেটি খারিজ হয়ে যায় এবং তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে, পরে জামিনে মুক্তি পান তিনি।

এই মানহানির মামলায় মোট দুজন অভিযুক্ত রয়েছেন—অভিনেত্রী মিনু মুনির এবং সঙ্গীত লুইস (৪৫)। মামলাটি নথিভুক্ত করা হয় ২০২৩ সালের ২ অক্টোবর। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ৩৫১(২) (ভীতিপ্রদর্শন), তথ্যপ্রযুক্তি আইন ৬৭ ধারা (ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানো), এবং কেরালা পুলিশ আইন ১২০(ও) (বারবার অবাঞ্ছিত যোগাযোগ বা বার্তা প্রেরণ)-এর আওতায় মামলা করা হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, মিনু মুনির বারবার পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে অবমাননাকর ও অশ্লীল কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। অন্যদিকে, সঙ্গীত লুইস ১৩ ও ১৪ সেপ্টেম্বর মুঠোফোনে পরিচালককে হুমকি দেন বলে অভিযোগ।

ভারতের চলচ্চিত্র জগতে নারীদের বিরুদ্ধে নির্যাতন সংক্রান্ত হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পরপরই মিনু মুনির এসব পোস্ট দেওয়া শুরু করেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে