ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

১৮ ভিআইপির দেশত্যাগের প্রস্তুতি: গুঞ্জন সর্বত্র

২০২৫ মে ২৭ ০৯:০৫:৪৫
১৮ ভিআইপির দেশত্যাগের প্রস্তুতি: গুঞ্জন সর্বত্র

নিজস্ব প্রতিবেদক: হত্যা, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়া এবং ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারকে অন্ধ সমর্থনের বিনিময়ে সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগে ভিভিআইপি ও ভিআইপিরা এখন দেশত্যাগে মরিয়া।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তাদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করেছে এবং আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। তবে নানা অভিযোগ সত্ত্বেও সরকারের সংশোধিত নীতিমালা উপেক্ষা করে অন্তত ১৮ জন ভিআইপি সাধারণ (সবুজ) পাসপোর্ট পেয়েছেন।

নীতিমালায় বলা আছে, সাবেক এসব ক্ষমতাধর ব্যক্তি তখনই সাধারণ পাসপোর্ট পাবেন যখন দুটি তদন্ত সংস্থা তাদের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন দেবে। কিন্তু বাস্তবে নেতিবাচক প্রতিবেদনের পরও অনেকের পাসপোর্টের আবেদন অনুমোদন পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি, রাষ্ট্রদূত, সেনা কর্মকর্তা, সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ তাঁদের স্ত্রীগণও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর বিরূপ মতামতের পর বিষয়টি মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠায় পাসপোর্ট অধিদপ্তর। সেখানে পুনঃতদন্ত না করেই এসব আবেদন অনাপত্তি দিয়ে অনুমোদন দেওয়া হয়।

বিশেষভাবে আলোচিত হয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাধারণ পাসপোর্ট আবেদন। তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে নতুন আবেদন করলে তা অনুমোদনের জন্য সরকারের প্রভাবশালী মহল তদবির করে।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ৮ মে থাইল্যান্ড সফর নিয়েও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বর্তমান সরকার যখন বিগত ১৫ বছরে ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার নীতিতে এগোচ্ছে এবং সুশাসন ও নির্বাচন সংস্কারে গুরুত্ব দিচ্ছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলছেন সংশ্লিষ্টরা।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে