ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শিবিরকে কাঠগড়ায় তুললেন উমামা ফাতেমা

২০২৫ মে ২৮ ০৯:২০:৪৭
শিবিরকে কাঠগড়ায় তুললেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা দাবি করেছেন, ছাত্রশিবির বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে ‘বিষাক্ত’ করে তুলেছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে উমামা লেখেন, “যারা এতদিন ছাত্রলীগের ছায়ায় থেকে নিজেকে বাঁচিয়ে চলেছে, তারাই এখন অন্যদের ‘ট্যাগ’ দিতে ব্যস্ত। গত ১৫ বছর ধরে ছাত্রলীগের হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারাই এখন নিজেদের অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছে।”

তিনি আরও দাবি করেন, “৫ আগস্টের পর ছাত্রশিবিরের তৎপরতার কারণে দেশের ছাত্ররাজনীতির পরিবেশ ‘টক্সিক’ হয়ে গেছে। শিবির সাধারণ ছাত্র সেজে বারবার প্রকৃত সাধারণ ছাত্রদের কণ্ঠরোধ করেছে। ফলে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক আলোচনার সুযোগ ক্ষুণ্ন হয়েছে।”

উমামা তার স্ট্যাটাসে আরও লিখেন, “৮ মার্চ আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে যখন আমরা সুফিয়া কামাল হল থেকে মিছিল বের করি, তখন সাধারণ শিক্ষার্থী দাবি করা অনেকেই হলের বাইরে আসেনি। অথচ সামান্য ইস্যুতে তারাই বড় বড় মিছিল করে—এই দ্বৈত আচরণই আসলে তাদের মুখোশ খুলে দেয়।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে লেখেন, “এসব ভণ্ড রাজনৈতিক মুখোশধারীদের থেকে সাবধান থাকুন। ছাত্রলীগের শাসনামলে যারা কোনো প্রতিবাদে অংশ নেয়নি, বরং নির্যাতনকে বৈধতা দিয়েছে, তারাই এখন আবার ‘অন্যদের দোসর’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি ২০২৪ সালের কথিত ‘ডামি নির্বাচন’ প্রসঙ্গ টেনে বলেন, “তখন আমরা রাজু ভাস্কর্যে আন্দোলন করছিলাম নির্বাচন বর্জনের ডাক দিয়ে। সেই সময় কিছু ব্যক্তি ট্রান্সজেন্ডার কোটা ইস্যু নিয়ে ব্যস্ত ছিলেন, অথচ ভোট ডাকাতির বিরুদ্ধে কোনো অবস্থান নেননি। এখন তারা আন্দোলনের ঠিকাদারি করছে—জুলাইও এসব ঠিকাদারদের হাতে নিরাপদ নয়।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে