ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

 উত্থান ও পতনের শীর্ষে একই শ্রেণির ১০ শেয়ার

২০২৫ মে ১৭ ১৯:৩৭:২৭
 উত্থান ও পতনের শীর্ষে একই শ্রেণির ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে ২৭৭টির দর বেড়েছে, কমেছে ৭৯টির। ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৯.৪৪ পয়েন্ট।

আলোচ্য দিনে উত্থান ও পতনের শীর্ষে অবস্থান করেছে একই শ্রেণির ১০টি শেয়ার—যেগুলোর সবকটিই ‘জেড’ ক্যাটাগরির। এসব কোম্পানির শেয়ারদরে চাঙা ও মন্দা—দুই প্রান্তেই প্রভাব ছিল চোখে পড়ার মতো।

দরবৃদ্ধির শীর্ষ পাঁচ শেয়ার:

ইন্টারন্যাশনাল লিজিং: শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ১০%, দাঁড়িয়েছে ৩.৩০ টাকা।

খুলনা প্রিন্টিং: শেয়ারদর ১.৫০ টাকা বা ৯.৮৭% বেড়ে ১৬.৭০ টাকা।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: শেয়ারদর ৪.৪০ টাকা বা ৯.৮২% বেড়ে ৪৯.২০ টাকা।

ফারইস্ট ফাইন্যান্স: শেয়ারদর ৩০ পয়সা বা ৮.৫৭% বেড়ে ৩.৮০ টাকা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: শেয়ারদর ৬০ পয়সা বা ৭.৫৯% বেড়ে ৮.৫০ টাকা।

দরপতনের শীর্ষ পাঁচ শেয়ার:

তুংহাই নিটিং: শেয়ারদর ১০ পয়সা বা ৩.৭০% কমে ২.৬০ টাকা।

আজিজ পাইপস: শেয়ারদর ১.৫০ টাকা বা ৩.৩০% কমে ৪৩.৯০ টাকা।

নূরানী ডাইং: শেয়ারদর ১০ পয়সা বা ৩.০৩% কমে ৩.২০ টাকা।

ফিনিক্স ফাইন্যান্স: শেয়ারদর ১০ পয়সা বা ২.৭৮% কমে ৩.৫০ টাকা।

আরএকে সিরামিকস: শেয়ারদর ৫০ পয়সা বা ২.৬২% কমে ১৮.৬০ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ ‘জেড’ ক্যাটাগরির শেয়ারগুলোতে আজ নতুন করে ক্রেতাদের কিছুটা আগ্রহ দেখা গেছে। তবে এতে অতিমাত্রায় আশাবাদী হওয়ার সুযোগ নেই, কারণ এই ক্যাটাগরির শেয়ার সাধারণত অতীত পারফরম্যান্স ও কোম্পানির আর্থিক অবস্থার দিক থেকে ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়। যদিও শেয়ারগুলোর বেশিরভাগ দর দুই বছরের মধ্যে প্রায় সর্বনিম্নে অবস্থান করছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে