ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে মন্দাভাব, ১৪ খাতে বিনিয়োগকারীদের লোকসানের ধাক্কা

২০২৫ মে ১১ ১৭:৩১:৪০
শেয়ারবাজারে মন্দাভাব, ১৪ খাতে বিনিয়োগকারীদের লোকসানের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মন্দাভাব অব্যাহত রয়েছে। টানা মন্দাভাবের প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে ১৪টি খাতের শেয়ারেই বিনিয়োগকারীরা লোকসানে পড়েছেন। এই খাতগুলোর শেয়ারের দরপতন একদিকে যেমন সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি বিনিয়োগকারীদের আরও হতাশার মধ্যে ফেলেছে।

সপ্তাহটিতে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কাগজ ও প্রকাশনা খাত, প্রকৌশল খাত ও চামড়া খাতের শেয়ারের বিনিয়োগকারীরা। কাগজ ও প্রকাশনা খাতে সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দর কমেছে। এখাতে দর কমেছে ৫.৮০ শতাংশ।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে প্রকৌশল খাতে ৪.৫০ শতাংশ এবং তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া খাত, যে খাতের দর কমেছে ৪.২০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে অন্যান্য ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে—সিরামিক খাতে ২.২০ শতাংশ, বস্ত্র খাতে ২.২০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.২০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ, বিবিধ খাতে ০.৫০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.৪০ শতাংশ।

আশার কথা হলো, শেয়ারবাজার সংস্কারে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা উভয় বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, এই সংস্কার কার্যক্রম বাজারে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়ক হবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে