ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে আস্থা ফেরাতে বাজেটে আসছে নীতিগত নানা সুবিধা

২০২৫ মে ১২ ০৬:২০:২৩
শেয়ারবাজারে আস্থা ফেরাতে বাজেটে আসছে নীতিগত নানা সুবিধা

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের শেয়ারবাজারে গতি ফেরাতে একাধিক কর প্রণোদনার পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের কর ছাড়, তালিকাভুক্ত কোম্পানির কর হারে রেয়াত এবং তালিকাভুক্তি বাড়াতে অ-তালিকাভুক্ত কোম্পানির ওপর করের চাপ বাড়ানোর মতো উদ্যোগ থাকছে।

প্রস্তাবিত নীতিমালায় শেয়ারবাজারে বিনিয়োগের ওপর কর ছাড় এবং ডিভিডেন্ড আয়ের কর রেয়াতে ছাড়ের পরিসর বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে অ-তালিকাভুক্ত কোম্পানির তুলনায় তালিকাভুক্ত কোম্পানির জন্য করহারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে করহার ৩৭.৫ শতাংশ, যেখানে বাজারের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর করহার ৪০ শতাংশ। এই ব্যবধান ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রয়েছে।

মোবাইল অপারেটরদের ক্ষেত্রেও কর বাড়ানোর চিন্তা রয়েছে—যেখানে বিদ্যমান করহার ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হতে পারে, যাতে বাংলালিংক ও টেলিটকের মতো কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হয়।

পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোর মধ্যে যাদের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে ছাড় হয়েছে, তাদের করহার ২০ শতাংশ; আর ১০ শতাংশ বা কম শেয়ারের ক্ষেত্রে কর ২২.৫ শতাংশ। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই তালিকাভুক্তি উৎসাহে কর ব্যবধান ১৫ শতাংশ করার দাবি জানিয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠান ১০ কোটি টাকার বেশি কর সুবিধা নেয়, তাদের শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার সুপারিশ করেছে তারা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে নতুন কোম্পানিগুলোর জন্য ট্যাক্স হলিডে সুবিধা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

এই পদক্ষেপগুলো কার্যকর হলে বাজারে নতুন কোম্পানির আগমন বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা পাবে বলে আশা করা হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে