ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

কাল ছিল পতনের দিন, আজ লাফিয়ে উঠল সূচক

২০২৫ মে ০৮ ১১:৪৬:৩৩
কাল ছিল পতনের দিন, আজ লাফিয়ে উঠল সূচক

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (৮ মে) সকালে বাংলাদেশের পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। গতকালের বড় ধসের পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচক ঊর্ধ্বমুখী দেখা গেছে।

সকাল ১১টার তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচক ৬২.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,৮৬৫.০১ পয়েন্টে। এ সময় লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে ৩৩৩টির দর বেড়েছে, ১৮টির দর কমেছে, আর ২৯টির দর অপরিবর্তিত ছিল।

এই ইতিবাচক প্রবণতা এসেছে এক দিন আগের বিপরীত পরিস্থিতির পর। গতকাল বুধবার পাকিস্তান-ভারত সামরিক উত্তেজনার প্রভাবে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যার ফলে ৯০ শতাংশের বেশি শেয়ারের দর পড়ে যায় এবং সূচক ১৪৯.৩০ পয়েন্ট কমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, বুধবারের পতন অস্বাভাবিক ও আতঙ্কপ্রসূত ছিল। তারা সতর্ক করে বলেন, এমন অবস্থায় হঠাৎ শেয়ার বিক্রি করে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন, যার সুযোগ নেয় বড় খেলোয়াড়রা।

তবে বৃহস্পতিবার বাজারে শান্ত ভাব ফিরে এসেছে কারণ পাকিস্তান-ভারত উত্তেজনায় নতুন কোনো বড় হামলার ঘটনা ঘটেনি এবং পাকিস্তান সংযম দেখানোর বার্তা দিয়েছে। একইসঙ্গে প্রধান উপদেষ্টার ডাকা একটি উন্নয়নমূলক সভার ঘোষণাও বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ জাগিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে