ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

২০২৫ মে ০৮ ১০:০৮:৫৫
দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমে অস্থির খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় সারাদেশের তাপমাত্রা বাড়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, তাপপ্রবাহ ধীরে ধীরে আরও বিস্তার লাভ করতে পারে।

বুধবার (৭ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস খুলনা ও চুয়াডাঙ্গায়। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে