ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

ভারতের হামলা নিয়ে যে ঘোষণা দিলো জামায়াত

২০২৫ মে ০৭ ১২:৩৮:৪৫
ভারতের হামলা নিয়ে যে ঘোষণা দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক।

ভারতের বিমান হামলায় পাকিস্তানের ছয়টি স্থানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন,“যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান।”

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আগ্রাসন বরদাস্ত করা হবে না।

সিরাজ-উল-হক পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও পাল্টা হামলার প্রশংসা করে বলেন,“গোটা জাতি এখন সেনাবাহিনীর পাশে একতাবদ্ধ।”

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাল্টা হামলায় পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতের একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। নিয়ন্ত্রণরেখার দুদনিয়াল সেক্টরে ভারতীয় সেনা চৌকি ধ্বংস করার কথাও জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আচরণকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে