ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও তালিকাভুক্ত কোম্পানির রহস্যজনক মুনাফা

২০২৫ মে ০৬ ০৯:২২:২০
উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও তালিকাভুক্ত কোম্পানির রহস্যজনক মুনাফা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেডের আর্থিক প্রতিবেদনে হঠাৎ করে বড় মুনাফা দেখানো হলেও বাস্তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। বাজারে গুঞ্জন—এই কোম্পানির মূল উৎপাদন কার্যক্রমই অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কারণ সরকার তাদের প্রকল্পের জমি অধিগ্রহণ করেছে। এরপরও কোম্পানিটির মালিকপক্ষ যখনই কারসাজির প্রয়োজন হয়, তখনই অলৌকিক মুনাফা দেখায়। এতে কোম্পানিটির কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কিন্তু তারপরও তাদের কারসাজির ইপিএস থেমে নেই।

উৎপাদন না থাকলেও মুনাফা—কেন?

বাজারসংশ্লিষ্ট সূত্র ও একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বীচ হ্যাচারির উৎপাদন কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মূলত প্রতিষ্ঠানটির অবস্থান কক্সবাজারের উপকূলবর্তী এলাকায়, যেখানে সরকার জমি অধিগ্রহণ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই কারণে হ্যাচারির অবকাঠামো ও উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির রাজস্ব বা মুনাফা অর্জনের বাস্তব উৎস নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শেয়ারটি নিয়ে প্রায়ই কারসাজি করা হয়, এটি শেয়ারবাজারে এক রকম স্বত:সিদ্ধ ঘটনা।

কারসাজির অভিযোগ, জড়িত মালিকপক্ষ?

শেয়ারবাজারে দীর্ঘদিনের একটি অভিযোগ—বীচ হ্যাচারির শেয়ারদর যখনই পতনের মুখে পড়ে, তখনই আর্থিক প্রতিবেদনে আকস্মিকভাবে মুনাফা দেখানো হয়। এর মাধ্যমে শেয়ারদরে কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করে এক ধরনের কারসাজি চালানো হয়, যার পেছনে কোম্পানিরই কিছু সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত বলে অভিযোগ রয়েছে।

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, কোম্পানির প্রকৃত উৎপাদন না থাকলেও শুধুমাত্র কাগুজে হিসাবেই যদি মুনাফা দেখানো হয়, তবে সেটি শেয়ারবাজারে প্রতারণার শামিল এবং যদি শেয়ারদরে প্রভাব ফেলার উদ্দেশ্যে তা করা হয়, তাহলে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার দ্রুত হস্তক্ষেপ বাঞ্চনীয় বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তদন্ত, তবে অগ্রগতি শ্লথ

এই প্রেক্ষাপটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি বীচ হ্যাচারির আর্থিক প্রতিবেদন ও কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিএসইর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারে সন্দেহজনক লেনদেন, কোম্পানিটির কার্যক্রম এবং আর্থিক প্রতিবেদন ঘিরে যথেষ্ট অভিযোগ রয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে কবে নাগাদ এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, যখন একটি কোম্পানির উৎপাদন নেই, অথচ বারবার কৃত্রিমভাবে মুনাফা দেখিয়ে শেয়ারদরে প্রভাব ফেলা হয়, তখন এটি বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই বীচ হ্যাচারির মতো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তারা।

বীচ হ্যাচারির শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা প্রায়ই বলেন, এটি বর্ষাকালের মেঘের মতো—কখন ঝড় হবে, কখন রোদ উঠবে, কেউ জানে না। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম হঠাৎ আকাশছোঁয়া হয়ে যায়, আবার সামান্য গুজবে ভেঙে পড়ে পাহাড় সমান। গত মাসে কোম্পানিটির শেয়ার দাম ১২৫ টাকায় তোলা হয়েছে। গত সপ্তাহে এর দাম ৫০ টাকায় নামানো হয়েছে। শেয়ারবাজারে কোন কোম্পানির শেয়ার দাম এভাবে রাতারাতি উঠে বা পড়ে-বীচ হ্যাচারির শেয়ার দাম না দেখলে বিশ্বাস করা যেতো না। এতে কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে