ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

এবার হজে কড়াকড়ি, সৌদি সরকার দিলো ‘সতর্ক বার্তা’

২০২৫ এপ্রিল ২৯ ১৫:১৯:২৯
এবার হজে কড়াকড়ি, সৌদি সরকার দিলো ‘সতর্ক বার্তা’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন কঠোরভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো ব্যক্তি যদি নির্ধারিত অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেন, তাকে ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হবে। শুধু তাই নয় প্রবাসীদের ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও কঠোর হতে পারে যেমন বহিষ্কার এবং দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা।

সোমবার (২৯ এপ্রিল) সৌদি সরকারের এই নতুন নির্দেশনা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ঘোষণায় বলা হয়, হজ মৌসুমে (যিলক্বদ মাসের প্রথম দিন থেকে যিলহজ্জ মাসের ১৪ তারিখ পর্যন্ত) মক্কা ও পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইন শুধু সৌদি নাগরিকদের জন্যই নয় বরং ভিজিট ভিসায় থাকা বিদেশিদের জন্যও প্রযোজ্য।

এছাড়াও, যারা অনুমতি ছাড়া হজ পালনকারীদের সহায়তা করবেন যেমন: আবাসনের ব্যবস্থা, পরিবহন, বা অন্য কোনো মাধ্যমে সাহায্য করবেন তাদের এক লাখ সৌদি রিয়াল (প্রায় ৩০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি তাদের মালিকানাধীন গাড়িও জব্দ করা হতে পারে।

বিশেষভাবে সতর্ক করা হয়েছে অবৈধ অভিবাসীদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারা হজ পালনের চেষ্টা করলে সরাসরি বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজের পবিত্রতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই বিধিনিষেধ জরুরি। নাগরিক, প্রবাসী এবং বৈধ ভিসাধারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা হজ সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে