ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

কোনো উদ্যোগেই আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের, পতন অব্যাহত

২০২৫ এপ্রিল ২৩ ১৫:৩৮:২১
কোনো উদ্যোগেই আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের, পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : একদিকে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগ দাবিতে বিনিয়োগকারীরা মাঠে আন্দোলনে সোচ্চার, অন্যদিকে বাজার স্থিতিশীল রাখতে সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করছে কমিশন। তারপরও কোনো উদ্যোগই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারছে না। ফলে ধারাবাহিক পতনের কবলে নিমজ্জিত দেশের শেয়ারবাজার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, শেয়ারবাজারে লাগাতার দরপতন রোধে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজগুলোকেও আর্থিক প্রতিবেদন প্রকাশে সুবিধা দিয়েছে কমিশন।

অন্যদিকে, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) আজ লেনদেন শেষে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগের দাবিতে এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

এর প্রেক্ষিতে আজ দিনের শুরু থেকে বাজারে চাঙ্গাভাব দেখা যায় এবং লেনদেনের প্রথম ৮০ ভাগ সময় বাজারে ঊর্ধ্বগতি ধরে রাখার নানা প্রয়াশও দেখা যায়। কিন্তু তারপরও উত্থান ধরে রাখা সম্ভব হয়নি। দিনশেষে বাজার রেড জোনে ফিরে যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র তদারকি বাড়িয়ে শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য দরকার কার্যকর সুশাসনের নিশ্চয়তা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ। নতুন বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে তাদের বাজারে আকৃষ্ট করতেই হবে—অন্যথায় পতনের এই ধারা ঠেকানো কঠিন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (২৩ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ৪.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ২৮ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির, কমেছে ২১৪টির এবং পরিবর্তন হয়নি ৬২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ০৭ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬৯.৮৯ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে