ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

তাহমিদের কবর থেকে পাওয়া গেলো তাবিজ,পুতুল ও রহস্যময় চিঠি

২০২৫ জুলাই ২৮ ১৮:৩৭:২৭
তাহমিদের কবর থেকে পাওয়া গেলো তাবিজ,পুতুল ও রহস্যময় চিঠি

নিজস্ব প্রতিবেদক: কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক শব্দগুলো শুনলেই প্রায় সবারই ভয়ে কাঁপতে হয়। শয়তান বা অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে কারও ক্ষতি সাধন বা অনিষ্ট করার জন্য ব্যবহৃত হয় এই ধরনের কু-প্রথা। অঞ্চলভেদে এই চর্চাকে ভুডু, তন্ত্রমন্ত্র, কুফরি কালাম, বান মারা ইত্যাদি নামে ডাকা হয়।

নরসিংদীর চিনিশপুর কবরস্থানে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। গতবছর ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী শহরের জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া তামিম (১৫)। তাঁকে চিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। শহীদের স্মৃতির প্রতি সম্মান জানাতে সম্প্রতি তার কবর বাঁধাই করার কাজ শুরু হয়।

রোববার (২৭ জুলাই) কবর বাঁধানোর জন্য শ্রমিকরা কাজ করার সময় কবরের পায়ের পাশ থেকে পলিথিন মোড়ানো একটি প্যাকেট পান। সেটি খুলে তারা দেখতে পান একটি পুতুল, একটি পিন ও একটি রহস্যময় কাগজ। কাগজে বাংলাসহ বিভিন্ন ভাষায় লেখা রয়েছে, যার মধ্যে বাংলা ভাষায় লেখা ছিল, ‘তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ, তাহার এর ছেলে উজ্জল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক। তানজিনা উজ্জলকে শত্রু মনে করুক, তানজিনা উজ্জল এর মধ্যে তালাক হয়ে যাক।’

শ্রমিকরা বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ করে ফিরে যান, কিন্তু এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অঞ্চলের প্রবীণ আলতাফ মাহমুদ জানান, কালো জাদু চর্চা প্রাচীনকাল থেকে চলে আসছে। কালো জাদুর কাজে বিভিন্ন বস্তু যেমন পাখি, মাছ, ছাগল, পুতুল, মূর্তি ইত্যাদি ব্যবহার করা হয়। কালো জাদু থেকে মুক্তির জন্য এসব তাবিজ বা জাদুর বস্তু পুড়িয়ে ফেলা বা পানিতে ভিজিয়ে ধুয়ে ফেলা প্রয়োজন। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে, সন্দেহজনক লোকজনের প্রতি নজর রাখতে হবে এবং অপরাধ সংঘটিত হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ইসলামের বিধান অনুযায়ী কালো জাদু একেবারেই নিষিদ্ধ। যারা কবরস্থানকে ব্যবহার করে এ ধরনের অমানবিক কাজ করেছে, তারা নিন্দনীয় ও দৃষ্টান্তমূলক শাস্তির যোগ্য। এই ঘটনায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে