ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

২০২৫ জুলাই ২৯ ১১:৩১:৩৯
উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন। অভিযোগের জবাবে সোমবার (২৮ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন মাহফুজ।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিটিভির একটি টেন্ডার নিয়ে এক ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেই ব্যক্তি ‘পার্সেন্টেজ’-এর শর্তে কাজ আদায়ের প্রস্তাব দেন এবং বিদেশে ‘জুলাই প্রোগ্রামে’ সহায়তার প্রতিশ্রুতি দেন। বিষয়টি জানার পর মাহফুজ আলম তৎক্ষণাৎ সেটি বন্ধ করে দেন এবং বলেন, “সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না।” তার দাবি, পরে ওই টেন্ডারের কাজ স্থগিত হয়।

তিনি জানান, ওই ব্যক্তি একটি কথোপকথন রেকর্ড করে তা এক সাংবাদিকের কাছে পাঠান। তবে মাহফুজ আলমের ব্যাখ্যায় সাংবাদিক সেটি প্রকাশ করেননি।

মাহফুজ আলম লিখেছেন, “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের মহারথীরা এতে জড়িত।” তিনি আরও বলেন, “আমার সবচেয়ে বড় শত্রুরাও গত এক বছরে দুর্নীতি বা আর্থিক অসংগতির অভিযোগ তুলতে পারেনি। রাষ্ট্রের দায়িত্ব একটি পবিত্র আমানত।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু মহল তার বক্তব্যকে বিকৃত করে গুজব ছড়াচ্ছে। “জুলাই অনেকের কাছে রাজনৈতিক মোবিলিটির সিঁড়ি হয়ে গেছে,” লিখেছেন তিনি।

অন্যদিকে বনি আমিন দাবি করেছেন, মাহফুজ আলমের ভাইয়ের নামে থাকা অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার একটি লেনদেনের বিষয়ে AUSTRAC (Australian Transaction Reports and Analysis Centre) তদন্ত শুরু করেছে। বনি আমিনের ভাষ্য, এ অর্থ লবিং ও সরকারি প্রজেক্টে প্রভাব খাটিয়ে ‘কমিশনভিত্তিক হিস্যা’ হিসেবে অর্জিত।

অভিযোগ উঠেছে, মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রকল্পের সিদ্ধান্তে প্রভাব খাটিয়ে ভাইয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অর্থ পাচার করেছেন। যদিও মাহফুজ এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং একে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে