ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সংবাদ প্রকাশের পর নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ

২০২৫ জুলাই ২৯ ১১:৪৪:৫৯
সংবাদ প্রকাশের পর নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: থানায় হামলার মামলায় গ্রেপ্তারের পর নিজেকে ভুক্তভোগী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেছেন, মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে সাবেক বিএনপি নেতা মফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার সহযোগীদের ষড়যন্ত্র রয়েছে। তার এই পোস্টকে ঘিরে ফেসবুকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে ছাত্রনেতা সারজিস আলমও মন্তব্য করে নির্দিষ্ট টিভি চ্যানেল বয়কটের ডাক দিয়েছেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, "থানায় হামলা করায় পুলিশবাদী মামলায় কেন এরেস্ট করা হলো এই দায়ও আসিফ মাহমুদের।" তিনি মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় কায়কোবাদের ভাই শাহ আলম জুনুন বুখারীর জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, ঘটনার পর তাকে সামাজিক মাধ্যমে উল্লাস করতে দেখা গেলেও তার নাম জড়ানো হয়েছে।

আসিফ অভিযোগ করেন, "গত তিনমাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায়ই যাই না। ভিক্টিম প্রথমদিকের কোন সাক্ষাৎকারে (আর্কাইভও আছে) আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে একমাস পর এসব বলাচ্ছে।"

তিনি আরও অভিযোগ করেন, সাবেক মেয়র ইশরাক হোসেন কায়কোবাদের সাথে জোট বেঁধেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলার আসামিকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

আসিফ তার পোস্টে নিজেকে অসহায় দাবি করে লেখেন, "এই মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার।" তিনি আরও বলেন, এলাকার মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্তি দিতে গিয়ে তিনি কোনো এস্টাবলিশমেন্ট বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ছাড়াই "মহা ক্ষমতাশালীদের শত্রু" বানিয়েছেন।

পোস্টের শেষে তিনি আক্ষেপ করে বলেন, "থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামিরা, মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিক্টিম আর আসিফ মাহমুদ ভিলেন।"

আসিফ মাহমুদের এই পোস্টে মন্তব্য করেছেন ছাত্রনেতা সারজিস আলম। তিনি ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে 'বাংলাভিশন' চ্যানেলের বিরুদ্ধে পেশাদারিত্বের চেয়ে ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ আনেন।

সারজিস আলম তার মন্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, "২৪ এর অভ্যুত্থানের পূর্বে ৭ আগস্ট এসব চ্যানেলের যে ভূমিকা ছিল, বাংলাভিশন যদি ২৪ পরবর্তী সময়ে একই ভূমিকা অবতীর্ণ হয় তবে আগের মতো সুবিধা করার সুযোগ থাকবে না। সাধারণ জনগণ এসব বাটপার টিভি চ্যানেলকে বয়কট করবে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে