ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

বিএনপি ও এনসিপিকে নিয়ে হতাশা প্রকাশ করলেন তাসনিম খলিল

২০২৫ জুলাই ২৮ ১৮:৩০:৪৮
বিএনপি ও এনসিপিকে নিয়ে হতাশা প্রকাশ করলেন তাসনিম খলিল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করার পাশাপাশি এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও হতাশা প্রকাশ করেন।

বিএনপির নেতৃত্ব নিয়ে সমালোচনা

তাসনিম খলিল বলেন, বিএনপির সবচেয়ে বড় সমালোচনার জায়গা হলো এর পুরোনো নেতৃত্ব, বিশেষ করে দলের স্থায়ী কমিটির সদস্যরা। তার মতে, "বিএনপির সবচেয়ে বড় সমস্যা এর বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্যরাই।" তিনি মনে করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কমিটির অধিকাংশ সদস্যই গত কয়েক বছর ধরে সরকারের সঙ্গে আপোস করে নিজেদের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রেখেছেন। খলিল আশঙ্কা প্রকাশ করে বলেন, "যদি এই নেতৃত্ব সরকারের সঙ্গে কোনো ধরনের বোঝাপড়ায় যায়, তাহলে তারা বাংলাদেশকে কী ধরনের ভবিষ্যৎ দেবে, তা নিয়ে আমি সন্দিহান।"

তিনি আরও বলেন, "একসময় আমি ওই বাংলাদেশ, ওই ঢাকা শহর আর দেখতে চাইনি। আমি যদি একজন সাংবাদিক হিসেবে আমার কাজটা ঠিকভাবে করে থাকি, তাহলে শাসক দল আমার ওপর রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক।"

এনসিপি ও 'মুজিববাদ' বিতর্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তাসনিম খলিল বলেন, তিনি আশা করেছিলেন যে ছাত্র-আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দলটি দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। তার মতে, "গত কয়েক মাসে এনসিপির একটি ইতিবাচক দিক ছিল—তারা টিভি স্টুডিও বা সেমিনারের বাহুল্য ছেড়ে পদযাত্রা করেছে, তারা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছিল।"

কিন্তু গোপালগঞ্জের ঘটনাকে তিনি এনসিপির একটি বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "হঠাৎ দেখা গেল, সবাই যখন ইতিবাচকভাবে নিচ্ছিল, তখনই একটি অঘটন ঘটে গেল।" খলিল জানান, তিনি নিজে ২২ জুলাই গোপালগঞ্জ গিয়েছিলেন এবং সেখানকার মানুষের সাথে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন।

তিনি বলেন, "গোপালগঞ্জের context-টা বুঝতে হবে—সেখানকার মানুষের কাছে শেখ মুজিব এক আবেগঘন ও প্রিয় ব্যক্তিত্ব।" এমন একটি জায়গায় "মুজিববাদ মুর্দাবাদ" স্লোগান দেওয়াকে তিনি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও উস্কানিমূলক বলে মনে করেন।

তাসনিম খলিল "মুজিববাদ" শব্দটির উৎস ব্যাখ্যা করে বলেন, "এই শব্দটি এসেছে জাসদের কাছ থেকে। জাসদের একজন নেতা বর্তমানে সরকারে আছেন—উনার worldview-টাই ‘মুজিববাদ’ ঘিরে।" তিনি আরও বলেন, "এই ‘মুজিববাদ’-এই কথাটা তো শেখ হাসিনা নিজেও প্রচার করেন না, রাইট?"

খলিল মনে করেন, এই ধরনের স্লোগান দিয়ে স্থানীয় মানুষকে উত্তেজিত করা হয়েছে, যা রাজনৈতিক অপরিপক্কতার পরিচয়। তিনি এও বলেন যে, এনসিপির ভেতরে এমন কিছু মানুষ রয়েছে যারা আসলে দলের স্বার্থে কাজ করছে না। তিনি নাহিদ ইসলামের নেতৃত্ব নিয়েও সংশয় প্রকাশ করে বলেন, "আমি এখন নাহিদ ইসলামকে নিয়ে চিন্তিত—নাহিদ ইসলামের আদৌ কি এনসিপির ওপর কোনো নিয়ন্ত্রণ আছে?"

তিনি আরও উল্লেখ করেন যে, গণঅভ্যুত্থানের সময় এনসিপির দ্বিতীয় স্তরের দুজন নেতা শেখ হাসিনার ডিজিএফআই-এর একজন কমান্ডারের আশ্রয়ে ছিলেন এবং কারফিউ পাস নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াতেন, যা আসিফ মাহমুদের বইতেও উল্লেখ আছে বলে তিনি জানান। এই নেতারাই এখন এনসিপির সবচেয়ে প্রভাবশালী এবং তারা দলের স্বার্থের পরিবর্তে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, যা তাকে হতাশ করেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে