ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভিকারুননিসায় একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৫ জুলাই ২৯ ১২:২২:৪৮
ভিকারুননিসায় একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৩০ জুলাই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ীই ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। ভর্তি আবেদনকারীদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ভিন্নভাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা থেকে পাস করা ছাত্রীরা বিজ্ঞান (বাংলা ও ইংরেজি ভার্সন), ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় যথাক্রমে ন্যূনতম জিপিএ ৩.৫০, ৩.৫০, ৩ ও ৩ পেলে আবেদন করতে পারবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য বিজ্ঞান শাখায় (বাংলা ও ইংরেজি ভার্সন) জিপিএ ৫, ব্যবসায় শিক্ষায় ৪.৫০ এবং মানবিকে ৪ লাগবে।

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান (বাংলা মাধ্যম) শাখায় ১,৫৩০টি, বিজ্ঞান (ইংরেজি ভার্সন) শাখায় ৩০০টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি এবং মানবিক বিভাগে ২৮০টি আসনে ভর্তি নেওয়া হবে। সর্বমোট আসনসংখ্যা ২,৩৯০।

অনলাইন আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে চলবে। প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট আবেদন করা যাবে, যার নিশ্চায়ন ২০ থেকে ২২ আগস্ট। দ্বিতীয় ধাপে ২৩ থেকে ২৫ আগস্টের আবেদন নিশ্চিত করতে হবে ২৯ ও ৩০ আগস্ট। তৃতীয় ধাপে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আবেদন করে ৩ ও ৪ সেপ্টেম্বর নিশ্চায়ন করা যাবে।

ভর্তিচ্ছু ভিকারুননিসার শিক্ষার্থীদের অবশ্যই তাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সেটিকে প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করতে হবে। অনলাইন আবেদনপত্রে সর্বনিম্ন পাঁচটি কলেজ পছন্দক্রমে উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তি সংক্রান্ত সব তথ্য ভিকারুননিসার ওয়েবসাইট এবং এই লিংকে পাওয়া যাবে।

একই সঙ্গে জানানো হয়েছে, নীতিমালা অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান কোটা প্রযোজ্য হবে না। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত গ্রহণ বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান থেকে যেকোনো একটি বিষয় নিতে হবে। নিয়মিত ক্লাসে আগ্রহ না থাকলে আবেদন না করার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে