ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

তারেক রহমানকে জামায়াতের শীর্ষ নেতার ফোন 

২০২৫ জুলাই ২৯ ০৯:৩০:৪৯
তারেক রহমানকে জামায়াতের শীর্ষ নেতার ফোন 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিশাল মহাসমাবেশের আয়োজন করে। এ সমাবেশে একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিকে আমন্ত্রণ না জানানোয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জামায়াতের এই সমাবেশে এনসিপি, গণঅধিকার পরিষদসহ প্রায় এক ডজন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে বিএনপির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি। দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা এ সমাবেশের জন্য জামায়াতের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছিলেন, "সমাবেশে সকল রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।" কিন্তু এ বক্তব্যের সাথে বিএনপির বক্তব্যের অসামঞ্জস্যতা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

পরে একটি টেলিভিশন টকশোতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সমাবেশের আগে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ফোনালাপ হয়েছিল। আলোচনায় সমাবেশের পরিকল্পনা এবং যৌথ রাজনৈতিক অবস্থান নিয়ে কথাও হয়।

তবে রেজাউল করিমের দাবি অনুযায়ী, বিএনপি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির বিরোধী হওয়ায়, তাদের আমন্ত্রণ জানালে “বিব্রতকর পরিস্থিতি” তৈরি হতে পারত। তাই বিএনপিকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “সভায় যারা এসেছিলেন, তারা সবাই PR পদ্ধতির পক্ষে। বিএনপি দীর্ঘদিন ধরে এই পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি। তবে তারেক রহমানকে বিষয়টি জানানো হয়েছে।”

উল্লেখযোগ্য যে, কিছুদিন আগেই বিএনপির ডাকা একটি রাজনৈতিক সমাবেশে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং দলটির একজন শীর্ষস্থানীয় নেতা সে সভায় অংশগ্রহণও করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি ঘটে যাওয়া জুলাই গণআন্দোলন এবং সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। যদিও উভয় দলই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে একমঞ্চে ছিল, তবে নানা রাজনৈতিক কৌশল ও বিশেষত PR পদ্ধতি নিয়ে ভিন্নমতের কারণে তাদের দূরত্ব স্পষ্ট হচ্ছে।

জামায়াতে ইসলামী ও আরও কয়েকটি ইসলামী দল নির্বাচন পদ্ধতিতে PR চালুর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। বিপরীতে, বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মৌলিক মতপার্থক্যই দুই দলের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে