ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

ইসরায়েলকে সৌদি আরবের কড়া বার্তা

২০২৫ জুলাই ২৯ ১২:২১:৫৩
ইসরায়েলকে সৌদি আরবের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় চলমান সংঘাত শেষ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন,"ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। গাজায় চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এখন সম্পর্ক স্বাভাবিককরণের কোনো অর্থ নেই।"

তিনি আরও বলেন,"আমরা আশা করি, এই সম্মেলনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে যেভাবে একমত হয়েছে, তা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গতি সৃষ্টি করবে। সেটিই হবে সম্পর্ক স্বাভাবিককরণের ভিত্তি।"

গাজার পরিস্থিতি নিয়ে তিনি যোগ করেন,"প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে, তারপরই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সম্ভব। সেই সময়ই সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে কথা হবে।"

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই স্পষ্ট ও দৃঢ় অবস্থান মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতির ক্ষেত্রে রিয়াদের নীতিকে পরিষ্কার করেছে। একই সঙ্গে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সৌদির কূটনৈতিক প্রতিবাদও প্রকাশ পেয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে