ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

একনজরে ১৫ কোম্পানির ইপিএস

২০২৫ জুলাই ২৯ ১০:৩২:৪৮
একনজরে ১৫ কোম্পানির ইপিএস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জানুয়ারি –জুন ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে ১৫ কোম্পানির ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৭ কোম্পানির মুনাফা বেড়েছে, ৬ কোম্পানির মুনাফা কমেছে, ১টি কোম্পানির লোকসান বেড়েছে এবং ১টি কোম্পানির লোকসান কমেছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

৬ মাসের ইপিএস

(জানু:-জুন ২৫)

৬ মাসের ইপিএস

(জানু:-জুন ২৪)

হ্রাস/বৃদ্ধির হার

রবি আজিয়াটা

০.৭৩

০.৪১

৭৮%

আইপিডিসি

০.৩৭

০.২৫

৪৮%

ব্র্যাক ব্যাংক

৩.৫৬

২.৬২

৩৬%

সিটি ব্যাংক

২.২৩

১.৮৫

২১%

ইস্টার্ন ব্যাংক

২.২০

২.০২

৯%

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

১.৩৫

১.৩৩

২%

প্রগতি ইন্স্যুরেন্স

২.৩৩

২.৩০

১%

এনআরবিসি ব্যাংক

০.০৮

০.৭৩

(৮৯%)

ইউসিবি

০.১২

০.৮২

(৮৬%)

এক্সপ্রেস ইন্স্যুরেন্স

০.৪৩

০.৫১

(১৬%)

মেঘনা ইন্স্যুরেন্স

০.৬৭

০.৭২

(৭%)

নর্দার্ণ ইন্স্যুরেন্স

০.৯৮

১.০৫

(৭%)

সিটি জেনারেল

১.৬৩

১.৭৪

(৫%)

ফার্স্ট ফাইন্যান্স

(৩.৬৫)

(২.৯২)

(২৫%)

ইসলামিক ফাইন্যান্স

(১.০৭)

(২.৩৮)

৫৫%

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে