ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

রেমিট্যান্স ঝড়েই রিজার্ভে রেকর্ড

২০২৫ এপ্রিল ১৩ ১৭:১১:১২
রেমিট্যান্স ঝড়েই রিজার্ভে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে যা আগের সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পাওয়ার অন্যতম শর্ত ছিল জুনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ নিট রিজার্ভ ধরে রাখা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে নিট রিজার্ভ রয়েছে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার যেখানে জুনের মধ্যে তা ১৭ বিলিয়নের কিছুটা বেশি হওয়া প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে চলতি মাসের ১২ এপ্রিল পর্যন্ত দেশটির গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার এবং আইএমএফ-এর BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২১ বিলিয়ন ডলার। এর আগে এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত এই রিজার্ভ ছিল ২৫৬২৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার এবং মার্চের ২৭ তারিখে ছিল ২৫৪৪০ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। অর্থাৎ রিজার্ভ বেড়েছে ধারাবাহিকভাবে।

রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক মনে করছে এই বিপুল পরিমাণ রেমিট্যান্সের প্রবাহ রিজার্ভ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।

উল্লেখ্য আইএমএফের BPM-6 পদ্ধতিতে নিট রিজার্ভ গণনা করা হয় যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রিজার্ভ আরও বাড়ানোর চেষ্টা চলছে যাতে আইএমএফের শর্ত পূরণ করে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া নিশ্চিত করা যায়।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে