ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ২,২২৩ কোটি টাকা

২০২৫ এপ্রিল ১১ ১১:০২:১৮
সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ২,২২৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ হাজার ২২৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকায়। আগের সপ্তাহ শেষে এই পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি টাকা। ফলে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৩৩ শতাংশ।

সূচকের দিক থেকে দেখা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩.৯৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ। তবে ডিএসইর অন্যান্য সূচক উর্ধ্বমুখী ছিল। ডিএসই-৩০ সূচক ১৩.২১ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ এবং ডিএসইএস সূচক ৪.৮৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে। সূচকে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেনে ইতিবাচক ধারা লক্ষ করা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮০৯ কোটি ২৬ লাখ টাকা বেশি। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮০ কোটি ৫০ লাখ টাকা বা ১৯.৭৯ শতাংশ বেশি। ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে, ২৩৫টির কমেছে এবং ১৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৯ দশমিক ৩৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ০.৪১ শতাংশ এবং সিএসই-৩০ সূচক ০.০০৮ শতাংশ কমেছে। তবে সিএসআই সূচক ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪৯ দশমিক ৪৪ পয়েন্টে।

সিএসইতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫০ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ, সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৭ কোটি ২০ লাখ টাকা। এ সময়ে সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ১৬৫টির কমেছে এবং ২২টি অপরিবর্তিত ছিল।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে