ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

২০২৫ মার্চ ২৫ ২০:৩০:১৩
‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক রাজনৈতিক দলের নাম ‘আওয়ামী লিগ’ নিবন্ধন করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামক এক ব্যক্তি। তিনি দলের প্রতীক হিসেবে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’ চেয়েছেন এবং দলের প্রধান কার্যালয়ের ঠিকানা ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন।

গতকাল সোমবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উজ্জল রায় ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেন। তিনি দলের সভাপতি হিসেবে সই করেছেন এবং জানিয়েছিলেন, দলের কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে ২৪ মার্চ এবং তার মেয়াদ শেষ হবে আগামী ২০ এপ্রিল।

এছাড়া, আবেদনে উল্লেখ করা হয় যে, দলের কোনো ব্যাংক হিসাব নেই। উজ্জল রায় জানিয়েছেন যে, তিনি এককভাবে দলের প্রতিষ্ঠাতা, অন্য কোনো সদস্য বা অফিস নেই।

এ বিষয়ে কথা বলতে গিয়ে উজ্জল রায় বলেন, তিনি দিনাজপুর-৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই আবেদন করেছেন।

নির্বাচন কমিশন সম্প্রতি নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আইন ও বিধির শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন গ্রহণ করা হবে না।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে