ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ২৫ ২০:২৪:১৫
আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জন্য ভিসার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, "গত জানুয়ারিতে আমি আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে ভিসার দরজা খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। তারা আশ্বস্ত করেছে, সব আনুষ্ঠানিকতা শেষ করে খুব দ্রুত ভিসার দরজা উন্মুক্ত করবে।"

ড. ইউনূস আরও বলেন, "আমিরাতকে আমরা বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি।"

তিনি জানান, "অন্তর্বর্তী সরকার বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে, এবং তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের জন্য আগ্রহী। আশা করছি, দ্রুত বিদেশি বিনিয়োগ দেশের বিভিন্ন সেক্টরে আসবে।"

এছাড়া, তিনি বলেন, "বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী অংশ নেবেন। ইতোমধ্যে, ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মারস্ক কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে।"

এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে