ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

মডেল মসজিদে সৌদির অর্থায়ন নিয়ে শফিকুল আলমের শকিং তথ্য

২০২৫ মার্চ ১৩ ১৫:৫২:২৮
মডেল মসজিদে সৌদির অর্থায়ন নিয়ে শফিকুল আলমের শকিং তথ্য

নিজস্ব প্রতিবেদক : শফিকুল আলম জানিয়েছেন, মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো অর্থায়ন করেনি। তিনি বলেন, "অনেকে বলেন, এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প। তবে সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। এটি জনগণের ট্যাক্সের টাকায় একটি এক বিলিয়ন ডলারের প্রকল্প।"

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম।

প্রেস সচিব আরো জানান, "এই মসজিদ নির্মাণে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। দেখা গেছে, এক প্রভাবশালী মন্ত্রী তার ব্যক্তিগত রিসোর্ট এলাকায়, যা শহর থেকে ৮ কিলোমিটার দূরে, মসজিদ নির্মাণ করেছেন। সরকারী টাকায় নির্মিত এই মসজিদের ব্যয় ছিল ১৭ কোটি টাকা। অনেকেই মনে করেন, এতে দুর্নীতির কারণে এই মসজিদটি অর্ধেক খরচে তৈরি হতে পারতো।"

শফিকুল আলম বলেন, "ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি এবং অন্যায় হয়েছে তা তদন্ত করবে।"

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। চার দিনের এই সফরের সময়, তিনি একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন, যেখানে অনেক আন্তর্জাতিক নেতা উপস্থিত থাকবেন। তিনি আশা করছেন, চীনের প্রেসিডেন্ট শিজিং পিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব আরো বলেন, "৬টি সংস্কার কমিশন প্রায় ২ হাজার সুপারিশ দিয়েছে। কিছু সুপারিশ এমন যে, সেগুলোর জন্য রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই, এবং নীতিগতভাবে মন্ত্রণালয়গুলোর মাধ্যমে তা বাস্তবায়ন করা যেতে পারে।" তিনি জানান, প্রধান উপদেষ্টা ৩৯ পৃষ্ঠার একটি নথি তৈরি করছেন, যাতে ওইসব সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ে বিতরণ করা হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে