ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৮ জন উপদেষ্টার শপথগ্রহণের খবর নিয়ে প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য

২০২৫ মার্চ ১২ ১৯:১০:৫৬
৮ জন উপদেষ্টার শপথগ্রহণের খবর নিয়ে প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ৮ জনের শপথ গ্রহণের ঘোষণাটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বিজ্ঞপ্তির ছবি দিয়ে এটিকে ভুয়া ও বানোয়াট বলে জানান। এতে দেখা যায়, গত ৮ মার্চ ২০২৫ তারিখে এটি প্রকাশিত হয়। যেখানে মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান এবং মো. জুলফিকার আজিজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথ নেওয়ার জন্য কার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, 'এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া তথ্য।' সরকার পক্ষ থেকে এখনও কোনো নতুন উপদেষ্টা শপথ নেননি বলেও জানা গেছে। একই বিষয় নিশ্চিত করেছেন প্রধান উপ প্রেস সচিব ফয়েজ আহমেদও।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে