ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

এনআইডি সেবা নিয়ে সৃষ্ট মহাবিপদ

২০২৫ মার্চ ১৩ ১২:২৬:২৮
এনআইডি সেবা নিয়ে সৃষ্ট মহাবিপদ

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৩ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তারা দেশের বিভিন্ন স্থানে স্ব স্ব অফিসের সামনে মানববন্ধন করছেন। তবে, কর্মবিরতি ঘোষণা না করলেও এই মানববন্ধনের কারণে নাগরিকদের এনআইডি সেবা দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন, ইটিআই-এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, এসোসিয়েশনের সদস্য সচিব মতিয়ুর রহমান ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার তালিকা ও এনআইডি সেবা একসঙ্গে নির্বাচন কমিশনের অধীনে রাখার পক্ষে মত দিয়েছেন অংশীজনরা। তবে, ২০২৩ সালে একটি আইন করে এনআইডি সেবাটি সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন আলাদা একটি কমিশন গঠন করে এনআইডি আলাদা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, যৌক্তিক নয়। তাদের দাবি, এনআইডি ইসির অধীনে না থাকলে নাগরিক সেবা এবং নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে