ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

আদালতে নেতাদের হাতকড়া পরানোর পেছনে বিস্ময়কর কারণ

২০২৫ মার্চ ১২ ১৯:০৫:২২
আদালতে নেতাদের হাতকড়া পরানোর পেছনে বিস্ময়কর কারণ

নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্টে শেখ হাসিনার ভারতে পলায়নের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা, এমপি এবং শীর্ষ নেতাদের আদালতে আনা হয় হাতকড়া পরিয়ে। পরবর্তীতে গত দুই সপ্তাহ ধরে বেশ কয়েকজনকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালতে তোলা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং সমালোচনার ঝড় উঠেছে।

এমতাবস্থায়, বুধবার (১২ মার্চ) মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, "আদালতে নেওয়ার সময় কিছু আসামি হাত উঁচু করে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দেন। তাই তাদের হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।"

জানা গেছে, নতুন মামলায় গ্রেফতার দেখানো এবং রিমান্ডের শুনানির জন্য আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় আসামিকে। তাদের প্রত্যেককে দুই হাত পেছনে করে হাতকড়া পরানো, মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়েছিল।

বুধবার (১২ মার্চ) সকাল পৌনে ১০টা নাগাদ, এজলাসে একে একে প্রবেশ করেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলায়মান সেলিম, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুর ইসলাম, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুদ্দাসসির খান জ্যোতি।

আদালতে প্রবেশের পর তাদের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তারা নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন। এ সময় পলক তার আইনজীবীকে বলেন, "আমি এখন আর জামিনের আশা করি না, তবে আমার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার কপি আপনি তুলে রাখবেন।"

এরপর, বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর এবং রিমান্ডের বিষয়ে শুনানি হয়। আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন, এবং কয়েকজনের রিমান্ডও মঞ্জুর করেন।

দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলার বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, "সম্প্রতি সালমান, আনিসুলসহ বেশ কয়েকজন আসামিকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলার বিষয়টি আমার নজরে এসেছে। বেশ কয়েকজন আসামি হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় হাত উঁচু করে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দিতে চান। তাদের হাত উঁচু করে এ ধরনের কথাবার্তা বলার সুযোগ যাতে না থাকে, সে জন্য তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হচ্ছে।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে