ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

শেষ কর্মদিবসেও সূচক ইতিবাচক, তারপরও বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ

২০২৫ মার্চ ১৩ ১৫:৩৪:৫২
শেষ কর্মদিবসেও সূচক ইতিবাচক, তারপরও বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চার কর্মদিবই সূচক বেড়েছে। সপ্তাহশেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫১ পয়েন্ট।

কিন্তু তারপরও সপ্তাহশেষে বিনিয়োগকারীরা দুঃসংবাদই পেলেন। কারণ সপ্তাহান্তে সূচক বাড়লেও তাদের পুঁজি কমেছে বড় আকারে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি টাকা। সপ্তাহের শেষ দিনে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ৯.৫৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪১৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার ।

এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ২০ লাখ টাকার ।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৬ পয়েন্ট। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৭২.১১ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে