ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী

২০২৫ মার্চ ১২ ১৯:৫১:৪৪
অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বংশাল থানায় করা মামলায় তাকে হাইকোর্ট জামিন দিয়েছে।

বুধবার (১২ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল জানান, "শমী কায়সারের জামিন স্থগিত করার জন্য আপিল বিভাগে আবেদন করা হবে।"

গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট শমী কায়সারকে তিন মাসের জামিন দেন এবং একই সঙ্গে আদালত রুল জারি করে। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে, আপিল বিভাগ তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

শমী কায়সার গত বছরের ৯ নভেম্বর এক হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। এর আগে ৫ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয় উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে, এবং পরবর্তী সময়ে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে