ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্পের হুমকি

২০২৫ মার্চ ১৩ ১১:৫৯:০৮
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্পের হুমকি

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে রাশিয়াকে আরও কঠোর আর্থিক নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। এই হুমকিটি আসে এমন এক সময়ে, যখন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে এবং ইউরোপকে এটি কার্যকর করতে প্রস্তুত থাকতে হবে।

এই পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া মেনে না নিলে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কঠোর আর্থিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। এছাড়া, ট্রাম্পের মন্তব্যে আরও উল্লেখ করা হয় যে, রাশিয়ার কাছে ইতিবাচক বার্তা এসেছে তবে "ইতিবাচক বার্তার কোনো অর্থ নেই", এবং যদি রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তারা পরিণতি ভোগ করবে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি প্রস্তাব যদি রাশিয়া প্রত্যাখ্যান করে, তাহলে তিনি বুঝতে পারবেন যে রাশিয়া শান্তি চায় না এবং সে ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউক্রেনের পাশাপাশি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, "এখন রাশিয়ার ওপর পুরোপুরি নির্ভর করছে।"

এই প্রেক্ষিতে, যুদ্ধবিরতির বিষয়টি এখন রাশিয়ার হাতে, এবং তা কতটা বাস্তবায়ন হতে পারে তা নির্ভর করবে রাশিয়ার সাড়া দেওয়ার ওপর।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে