ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: শফিকুল আলম

২০২৫ মার্চ ১৩ ১১:০৩:০১
বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাংবাদিকতার পরিস্থিতি এবং সাংবাদিকদের বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শফিকুল আলম। তিনি বলেছেন, সাংবাদিকতা বর্তমানে একটি "রক্তচোষা" ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে, যেখানে সাংবাদিকদের ন্যূনতম বেতন নিয়ে ব্যাপক সমস্যা রয়েছে।

১২ মার্চ, বুধবার, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "সাংবাদিকদের একটা মিনিমাম বেসিক বেতন থাকা উচিত, এবং সেটা ৩০ হাজার কিংবা ৪০ হাজার টাকা হতে হবে। এর নিচে দেওয়া যাবে না। এর নিচে যদি কেউ বেতন দেয়, তাহলে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া হবে।"

শফিকুল আলম বলেন, "বছরের পর বছর চাকরি করার পরও সাংবাদিকদের বেতন ঠিকমতো দেয়া হয় না, তাদের রক্ত চুষে খাওয়া হচ্ছে। সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটি মুভমেন্ট শুরু করা উচিত।"

তিনি আরও বলেন, "আমরা চাই, প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান এবং তাদের জন্য একটি মিনিমাম বেসিক ফ্লোর বেতন থাকতে হবে। যে কোনো পত্রিকা যদি এর নিচে বেতন দেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

এছাড়া তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশে ভালো জার্নালিজম দরকার, কিন্তু খারাপ জার্নালিজম করার দরকার নেই। যারা সত্যিকারের জার্নালিজম করবেন, তাদের ইনটেলেকচুয়াল প্রোপার্টির রাইট দিতে হবে এবং তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।"

শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে মিডিয়া ফ্রিডম ছিল না, তবে সাংবাদিকদের সহায়তায় তারা সরকারকে "পুশ ব্যাক" করতে সক্ষম হয়েছে। তিনি মাল্টিমিডিয়া সাংবাদিকদের এবং ফটো সাংবাদিকদের আন্দোলনে ভূমিকা স্মরণ করেন এবং তাদের অবদানকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতারা, যেমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমসহ আরও অনেকেই।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে