ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

২০২৫ মার্চ ১৩ ১৫:২৯:১৬
জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮ শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। যার মূল্য ধরা হয়েছে ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।

বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনটি করেন দুদকের উপসহকারী পরিচালক রেজাউল করিম।

আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে দেখা গেছে যে, জেমকন গ্রুপের মালিকপক্ষ কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, মৃত কাজী শাহেদ আহমেদের স্ত্রী আমিনা আহমেদ, মৃত কাজী শাহেদ আহমেদ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদেরসহ বিভিন্ন কোম্পানির ৪ কোটির ২৬ লাখ ৬ হাজার ৮৬৮ শেয়ারের মালিক। যার মোট মূল্য ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।

এই শেয়ারগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যদি তা সফল হয়, তবে অনুসন্ধান এবং মামলা রুজু করার চেষ্টা ব্যর্থ হবে। এজন্য, মামলার তদন্ত এবং আদালতের চার্জশিট দাখিল করার পর সরকারের পক্ষ থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে এগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে