ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের আরও ৩ ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ মার্চ ১২ ২০:১৯:১৭
শেয়ারবাজারের আরও ৩ ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আরও তিন ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ও মেঘনা ব্যাংক।

আজ বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। সরকার পতনের পর থেকে এ নিয়ে ১৪টি ব্যাংকের পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এই তিন ব্যাংকের নতুন পরিচালকদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, সাবেক ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিসাববিদ এবং আইনজীবীদের পাশাপাশি ব্যাংকের শেয়ারধারী পরিচালকও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর ও মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ এমদাদুল্লাহ নিয়োগ পেয়েছেন।

এনআরবি ব্যাংকের পরিচালকদের মধ্যে শেয়ারহোল্ডার ইকবাল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডি কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ নুরুল আহকাম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমান নিয়োগ পেয়েছেন।

মেঘনা ব্যাংকের পরিচালকদের মধ্যে উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরী এবং ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে তানভীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, মো. রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি মো. নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আলী আক্তার রিজভীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে