ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বিরল দুই ঘটনা

২০২৫ মার্চ ০৯ ১৭:১০:২৫
শেয়ারবাজারে বিরল দুই ঘটনা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৯ মার্চ) দেশের শেয়ারবাজারে বিরল দুই ঘটনা প্রত্যক্ষ করলো বিনিয়োগকারীরা। একটি হলো- সরকারের চোখ রাঙানোর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীদের অফিস করানো। অন্যটি হলো- প্রতিষ্ঠানের দাম বৃদ্ধির তালিকায় ডিএসই আজ ‘হল্টেডহীন দিন’ অতিবাহিত করেছে।

প্রথমটির বিষয়ে বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারবাজার এবং নিয়ন্ত্রক সংস্থায় বর্তমান কমিশনের পক্ষে ৫ শতাংশ লোকেরও সমর্থন নেই। বাজারের অন্তত ৯৫ শতাংশই বর্তমান কমিশনের বিপক্ষে। কারণ বর্তমান কমিশন ইতোমধ্যে প্রমাণ করেছে, তারা খাদের কিনারে থাকা শেয়ারবাজারকে নিরাপদ স্থানে নিতে পারবে না। যে কারণে রাশেদ মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিনিয়োগকারীরা এ কমিশনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করছেন। তারপরও কেন রাশেদ মাকসুদ কমিশনকে জগদ্দল পাথরের মতো শেয়ারবাজারে বসিয়ে রাখতে হবে?

বিনিয়োগকারীরা বলছেন, বর্তমান কর্মকান্ড কোনভাবেই ইতিবাচক শেয়ারবাজারের সহায়ক নয়। কেবল কতিপয় নীতি নির্ধারকের একগেুয়েমি মনোভাব চরিতার্থ করার জন্য রাশেদ মাকসুদ কমিশনকে রাখা হয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা যেভাবে শেয়ারবাজারে জগদ্দল পাথরকে চাপিয়ে দিয়েছিল; নানাভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জেল-জুলুমে অতিষ্ঠ করে রেখেছিল; ফ্যাসিবাদবিহীন নতুন বাংলাদেশেও একই আচরণ লক্ষ্য করা যাচ্ছে। শেয়ারবাজারে এখনও নানাভাবে চোখ রাঙানি চলছে। আজ যেভাবে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিচ্যুত করে অফিস করতে বাধ্য করা হয়েছে, এটি শেয়ারবাজারে নজিরবিহীন ঘটনা। এ ঘটনা এর আগেও দেখা যায়নি।

দ্বিতীয়টি হলো, দাম বৃদ্ধির তালিকায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড না হওয়ার আজ ‘বিরল দিন’। বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারবাজারে যতই পতন হয়েছে, একটি প্রতিষ্ঠানও বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়নি, এমন কর্মদিবস স্বরণকালের মধ্যে দেখা যায়নি। তবে আজ পতনের ধাক্কা খবু বড় না হলেও দাম বৃদ্ধির ঘরে হল্টেড প্রতিষ্ঠানের সংখ্যা ‘শুন্য’-তে নেমেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে