ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Sharenews24

রাজধানীতে জিএম কাদেরের ইফতার অনুষ্ঠান পণ্ড

২০২৫ মার্চ ০৮ ২৩:০৭:০৩
রাজধানীতে জিএম কাদেরের ইফতার অনুষ্ঠান পণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় জাতীয় পার্টি। তবে অনুষ্ঠানের এক ঘণ্টা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত হয়ে কমিউনিটি সেন্টারের গেটে তালা লাগিয়ে দেন। ফলে ইফতার অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব ইমরান হোসাইন এ সময় জানান, জাতীয় পার্টি ছিল স্বৈরাচার আওয়ামী সরকারের সহযোগী। তাই বিচারের আগে তারা কোনো কর্মসূচি পালন করতে পারবে না।

তিনি ঘোষণা দেন, মিরপুরে জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছাত্র-জনতা মেনে নেবে না।

এদিকে, স্থানীয় জাতীয় পার্টি নেতারা দাবি করেছেন, তাদের দল কখনো আওয়ামী লীগের সহযোগী ছিল না। বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা ছাত্র-জনতার পক্ষে ছিল।

জাপা নেতারা জানান, পার্টির চেয়ারম্যান জিএম কাদের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছিলেন। তবে অনুষ্ঠান পণ্ড হওয়ার খবর পাওয়ার পর তিনি মাঝপথ থেকে ফিরে যান।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে