ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

টকশোতে অংশ নিলেই এনসিপিকে সম্মানীর অর্ধেক দিতে হয়

২০২৫ মার্চ ০৭ ১৯:৫৮:২৫
টকশোতে অংশ নিলেই এনসিপিকে সম্মানীর অর্ধেক দিতে হয়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে টকশো সম্মানী নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি জানান, তাদের সংগঠনটি একটি নিয়ম অনুসরণ করে, যেখানে টকশোতে অংশ নেওয়ার পর সম্মানীর অর্ধেক অংশ সংগঠনকে দিতে হয়।

সারোয়ার তুষার বলেন, তাদের ১৮৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি রয়েছে, এবং প্রতিটি সদস্যই কোনো না কোনো পেশায় জড়িত। তিনি আরও জানান, তাদের সংগঠনে একটি নিয়ম রয়েছে, যেখানে প্রতি মাসে সদস্যদের ন্যূনতম ১০০০ টাকা প্রদান করতে হয়, যদিও অনেক সদস্য ৫-৬ হাজার টাকা পর্যন্ত দান করেন। তিনি জানান, সংগঠনের অফিসের খরচ এবং অন্যান্য দৈনন্দিন খরচের জন্য এই টাকা ব্যবহার হয়।

এছাড়া তিনি বলেন, তাদের সংগঠন নিয়ম অনুসারে যে কেউ যদি টকশোতে অংশ নেন, তাহলে ওই টকশোর সম্মানীর অর্ধেক টাকা সংগঠনকে দিতে হয়। এই নিয়মের মাধ্যমে তাদের সংগঠন মাসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, তারা কিছু ইভেন্ট আয়োজন করেছেন, এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে দান সংগ্রহ করা হয়েছে, যেখানে কেউ ১০ হাজার টাকা, কেউ ২০ হাজার টাকা দিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে